সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী।

এই টুর্নামেন্টের ওয়ানডে সিরিজটি মূলত আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সফরে ভারত নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাশের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে।

১১ বছরে এই প্রথম মিরপুরে বসবে নারী আন্তর্জাতিক ক্রিকেটের আসর। শেষবার বাংলাদেশ নারী দল এই ভেন্যুতে খেলেছিল ২০১২ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ সফরে ভারতীয় নারী দল ৯, ১১ ও ১৩ জুলাই তিনটি টি২০ এবং ১৬, ১৯, ২২ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওডিআই।