পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতের বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে সম্প্রতি সমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ অবস্থানে (১৫ ইনিংস) জায়গা করে নিয়েছেন।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ ইনিংসে বাবরের গড় ৬৯ দশমিক ১০। এ ছাড়া রয়েছে আটটি অর্ধশতক এবং চারটি শতক।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী অস্ট্রেলিয়ার স্মিথের ৩০ ইনিংসে ছয়টি অর্ধশতক এবং চারটি শতকের মাধ্যমে তার দ্বিতীয় সর্বোচ্চ গড় ৫৫ দশমিক ৪০। অন্যদিকে, ইংল্যান্ডের জোরুট ৩৪ ইনিংসে গড় ৫৪ দশমিক ২০। তিনি আটটি অর্ধশতক এবং ছয় শতক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শ্রীলংকার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৬ ইনিংসে গড় ৪৮ দশমিক ৪০। তার দুটি অর্ধশতক এবং দুই শতক রয়েছে। অপরদিকে শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তার গড় ৩৪ দশমিক ৬৫। তিনটি অর্ধশতক এবং একটি শতক রয়েছে তার।

প্রসঙ্গত, রোববার (১১ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন বাবর আজমকে আধুনিক সময়ের সেরা ব্যাটারদের একজন বলে উল্লেখ করেছিলেন।