গ্রেফতারি পরোয়ানা জারির পর ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী আদালত থেকে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
সকালে নোয়াখালীর বিশেষ জজ আদালতে হাজির হন জয়নাল হাজারী। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলার চার্জ গঠনের দিন আদালতে হাজির না হওয়ায় বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।