বৃহস্প‌তিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘স্মার্ট লুটপাটের’ বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে বানানীর নিজ বাসায় প্রস্তাবিত বাজেট-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ এই প্রতিক্রিয়া জানান।

প্রতি‌ক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, ‘প্রস্তাবিত বাজেট অবশ্যই স্মার্ট বাজেট। এতটাই স্মার্ট যে, লক্ষ লক্ষ কোটি টাকা সরকার বা তার দলের লোকজন পাচার করতে পারবে। এতে তারা স্মার্টলি ব্যাংক লুটপাট, সিন্ডিকেট পরিচালনা, জনগণের সম্পদ লুট করতে পারবে। সেকার‌ণেই এই বাজেট স্মার্ট, এতে কোনো সন্দেহ নেই।’

প্রসঙ্গত, ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেট আজ বিকেলে সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রীর টানা পঞ্চম এবং আওয়ামী লীগ সরকা‌রের ১৫তম বা‌জেট।

বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি টাকা এবং ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৯৯১ কোটি টাকা।