গত বছরের বাজেটের তুলনায় এ বছর ক্রীড়াবাজেট কমেছে ৩২৫ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ১৩০৯ কোটি ৮৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

যা গত বছর সংশোধিত বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা কম প্রস্তাব করা হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে সেটি আরও কমতে পারে।

২০২২-২৩ অর্থবছরে ১৬৩৪ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকা সংশোধিত বাজেট ছিল। পরিচালন খাতে ছিল প্রায় ৮৪৮ কোটি এবং উন্নয়ন খাতে ৭৮৬ কোটি টাকার একটু বেশি।

চলতি অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পরিচালন ব্যয় খাতে বেশি বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। গত বছর যে বরাদ্দ ছিল ৮৪৭ কোটি টাকা সেই বরাদ্দ এই খাতে এবার ৯২৭ কোটি টাকা।

পরিচালন খাতে বরাদ্দ বেশি দিলেও উন্নয়ন খাতে বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত অর্থবছরে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৭৮৬ কোটি ৫০ লাখ টাকা। এবার সেটা প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।