এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। তবে টানা বাংলাদেশে খেলবেন না রশিদ খানরা। পবিত্র ঈদুল আযহার বিরতি থাকবে টেস্ট ও সীমিত পরিসরের সিরিজের মাঝে।

ঈদের আগে টেস্ট খেলবে দুই দল। ঈদের পর হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজের আনুষ্ঠানিক সূচি বুধবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ জুন আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে দুই দলের একমাত্র টেস্ট। ২০১৯ সালের পর দুই দল আবার টেস্ট খেলতে নামবে। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া একমাত্র টেস্টটিতে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। এবার ঘরের মাঠে বাংলাদেশ বদলা নিতে পারে কিনা সেটাই দেখার।

টেস্ট শেষের পরদিন আফগানিস্তান ভারতে উড়াল দেবে। স্বাগতিক দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে তারা।

বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ শেষ করতে পহেলা জুলাই সফরকারীরা আবার বাংলাদেশে আসবে। প্রথমে ওয়ানডে ও পরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। তিন ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। সিলেটে দুই টি-টোয়েন্টি হবে ১৪ ও ১৬ জুলাই।

আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ম‌্যাচ খেলতে ২০২২ সালে আফগানিস্তান বাংলাদেশে এসেছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া সিরিজ বাংলাদেশ ২-১ ব‌্যবধানে জিতেছিল। একই সফরে দুই দল দুটি টি-টোয়েন্টি খেলেছিল। মিরপুরে অনুষ্ঠিত হওয়া সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল।

ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ‌্যে দুই দল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাই সাদা পোশাকের পাশাপাশি সীমিত পরিসরের সিরিজেও জমজমাট লড়াই হবে প্রত‌্যাশা করাই যায়।