৪৯ ইউরো দিয়ে টিকিট কাটতে হবে। তাহলেই এক মাস ধরে সরকারি যানবাহন মানে ট্রাম, বাস, ট্রেনে ভ্রমণ করা যাবে জার্মানিতে। দূরপাল্লার ইন্টারসিটি এক্সপ্রেস, ইউরোসিটি, রেলজেট-এ এই টিকিট দিয়ে যাওয়া যাবে না। তবে বেশিরভাগ আঞ্চলিক এক্সপ্রেস ট্রেনে এই টিকিট ব্যবহার করা যাবে। বেসরকারি ট্রেনে অবশ্য এই টিকিট চলবে না।

এই টিকিট অন্য কাউকে দেওয়া যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে বাড়তি কোনো ডিসকাউন্ট নেই। এমনিতেই জার্মানিতে ছয় বছরের কম বয়সীরা বিনা পয়সায় যাতায়াত করতে পারে। এই টিকিটে একটি বিড়ালের মতো পোষা প্রাণীকে নিয়ে যাওয়া যাবে। তার থেকে বড় পোষ্য হলে আরেকটি টিকিট কিনতে হবে।

রাকিব/এখন সময়