সীমান্তে দেয়াল তৈরির জন্য আরো তহবিল অনুমোদন দেওয়া না হলে আগামী সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার মিশিগানের ওয়াশিংটনে এক প্রচারণা র্যালিতে এ হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘দেয়াল তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের ১.৬ বিলিয়ন (ডলার) রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সেপ্টেম্বর ২৮ তারিখের দিকে যাচ্ছি। আমরা যদি সীমান্তে নিরাপত্তা না পাই আমাদের অন্য কোনো উপায় থাকবে না। আমরা দেশ অচল করে দেব, কারণ আমাদের সীমান্তে নিরাপত্তা দরকার।’
এর আগে গত মার্চের মধ্যে অভিবাসন আইনে পরিবর্তনের সময়সীমা বেঁধে দিয়ে একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি। এর সমর্থনে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত অচলাবস্থারও সৃষ্টি হয়েছে। ট্রাম্পের দাবি ছিল, অভিবাসন আইনে পরিবর্তন হলে যুক্তরাষ্ট্রে অপরাধী প্রবেশ বন্ধ হবে।
মেক্সিকো দেয়াল তৈরিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ মেয়াদ পর্যন্ত খরচের জন্য গত মাসে ১.৩ ট্রিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। সেপ্টেম্বরের মধ্যে নতুন করে তহবিল অনুমোদন না দিলে দেয়াল তৈরির কাজ বন্ধ হয়ে যাবে।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। সেখানে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছে রিপাবলিকানরা। তাই তারা যে সেপ্টেম্বরে ট্রাম্পকে সমর্থন করবেন তা অনেকটাই অনুমেয়।
মধ্য আমেরিকার হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় মেক্সিকো হয়ে কাফেলায় করে সীমান্তে আসছেন। ট্রাম্প এটিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য শক্তিশালী একটি কারণ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘কাফেলাগুলো দেখুন। দেখুন কতটা দুঃখজনক ও ভয়াবহ এগুলো। এসব করতে গিয়ে তারা নিজেরা নিজেদের ওপর ও অন্যদের দ্বারা নানা দুর্দশা ও অপরাধের শিকার হচ্ছেন।’
তিনি বলেন, ‘এটি তাদের জন্য খুবই ভয়াবহ বিপজ্জনক সফর। আর তারা এসব সফরের ভেতর দিয়ে আসছে কারণ তারা জানে একবার সীমান্তে পৌঁছতে পারলে তারা পায়ে হেঁটে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারবে।’
তথ্য : রয়টার্স