বার্ড ফ্লুর একটি বিরল ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে চীনে প্রথম এক জনের মৃত্যু হয়েছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংর ৫৬ বছর বয়সী এই নারী হচ্ছেন তৃতীয় ব্যক্তি যিনি এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচথ্রিএনএইট সাব-ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন। এই সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সবকয়টি ঘটনা চীনের। গত বছর দুজন আক্রান্ত হয়েছিলেন, তবে তারা মারা যাননি।

গুয়াংডং প্রাদেশিক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, গত মাসে তৃতীয় ব্যক্তি আক্রান্ত হন। তবে আক্রান্ত ওই নারীর মৃত্যুর ব্যাপারে বিশদ তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওই নারী আক্রান্ত হওয়ার আগে স্থানীয় একটি কাঁচাবাজারে গিয়েছিলেন। এখান থেকে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন।

রাকিব/এখন সময়