প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একগুচ্ছ ভণ্ড ছাড়া আর কিছুই নয়। টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

শনিবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন যুক্তরাষ্ট্রে বসবাস করা জয়। এতে দুই আইনপ্রণেতার টেনেসির প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কার সংক্রান্ত বিবিসির এক প্রতিবেদন শেয়ার করে কয়েক লাইনের মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আইনসভা একজন শ্বেতাঙ্গকে বাদ দিয়ে দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতাকে বহিষ্কার করার পক্ষে ভোট দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একগুচ্ছ ভণ্ড ছাড়া আর কিছুই নয়।’

রাকিব/এখন সময়