কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শুরুর আগেই পুলিশ পণ্ড করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে শনিবার ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি দিয়েছিল বিএনপি।
আজ বেলা ১১টার কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির দাবি, পুলিশ জড়ো হওয়া নেতা-কর্মীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। সেখান থেকে ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে।