ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ মাসের এক শিশুও রয়েছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
এ নিয়ে টানা ১১ দিনের হামলায় মোট ২৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখনো বিমান থেকে বোমা বর্ষণ ও ট্যাংক থেকে গোলা-বারুদ নিক্ষেপ করছে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনারা ব্যাপকভাবে বোমা ও গোলা বর্ষণ শুরু করেছে। এ অভিযান চালাতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
এ অবস্থায় গাজায় স্থল অভিযান আরো জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বিমান হামলা করে গাজার সুড়ঙ্গ পথগুলো ধ্বংস করা যাচ্ছে না বলে স্থল অভিযান জোরদার করা জরুরি হয়ে পড়েছে।