কর্মস্থলের শোচনীয় অবস্থার প্রতিবাদে রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছে ফরাসি পাঁচ শতাধিক সেনার স্ত্রী। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভের আয়োজনে সহযোগিতাকারী মার্সিডিস ক্রিপিন জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী ইউনিটে কর্মরত কিছু সেনাকে স্যাঁতস্যাঁতে বাসায় থাকতে দেওয়া হয়েছে। তাদেরকে সেখানে তেলাপোকা ও ছারপোকার সঙ্গে বসবাস করতে হচ্ছে।
লা ফিগারো নামে একটি দৈনিক জানিয়েছে, বিক্ষোভে প্রায় পাঁচশ লোক অংশ নিয়েছে।
২০১৫ সালে ফরাসি ব্যাঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার জন্য সাত হাজারেরও বেশি সেনাকে গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানগুলোতে মোতায়েন করেছে।
শুক্রবার রাতে সন্ত্রাসবিরোধী ইউনিটের এক সেনা আত্মহত্যা করেছে। সেনাদের স্ত্রীরা এর আগে বেশ কয়েকবার তাদের স্বামীদের পরিবারবিহীন অবস্থায় বসবাস এবং মিশন পরবর্তী মানসিক সমস্যায় আক্রান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মার্সিডিস ক্রিপিন বলেন, ‘আমরা সম্পূর্ণ অসহায় বোধ করছি। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে, আমাদের স্বামীদের কীভাবে সহযোগিতা করতে হবে আমাদের জানা নেই। আমরা আমাদের অস্বস্তি, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করতে চাচ্ছি।’