উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করলেও কোথাও বৃষ্টি লক্ষ করা যায়নি। তবে গতকাল (শনিবার) উপকূলের কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় আগে থেকেই সব ট্রলার মৎস্য বন্দর মহিপুর-আলীপুরের শিববাড়িয়া নদীতে অবস্থান করছে বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

পটুয়াখালীসহ রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম ও কক্সবাজারের নদীবন্দর সমূহকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ‘আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।’