গাজীপুর মহানগরের টঙ্গীতে সিমেন্টবাহী ট্রাক উল্টে পথচারী এবং ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকআপের চালক মারা গেছেন।

সোমবার (২৩ মে) রাত দেড়টায় টঙ্গীতে ময়মনসিংহগামী সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় পথচারী মো. রবিন (২৬) প্রাণ হারান। এ ছাড়া মঙ্গলবার (২৪ মে) সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে মহাসড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পিকআপের চালক আবুল হোসেন (৪৫) মারা যান।

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে ময়মনসিংহগামী এক মিনি পিকআপের চালকের সহকারীও গুরুতর আহত হয়েছেন।

গাজীপুর সদর থানার এসআই মো. সানির হাসান জানান, ঢাকা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ৩ নং গেটের উত্তরে মঙ্গলবার সকাল সোয়া ৭ টার দিকে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান।

অপরদিকে, টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে ময়মনসিংহগামী ক্রাউন সিমেন্টের ড্রাম (ঢাকা মেট্রো-শ-১৩-০৬৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই ট্রাকের নিচে চাপা পড়ে মো. রবিন নামে এক পথচারী প্রাণ হারান।