আমেরিকার ৬০ আইনপ্রণেতা সৌদি আরবের কাছে প্রস্তাবিত ১১৫ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ বিলম্বিত করার আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।
সৌদি সামরিক আগ্রাসনে ইয়েমেনে ক্রমবর্ধমান বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা এ চিঠিতে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আগ্রাসন ইয়েমেনের মানুষের স্বাভাবিক জীবন-যাপনের ক্ষেত্রে গভীর সমস্যার সৃষ্টি করেছে। আরো বলা হয়েছে, কয়েকদিন আগেই একটি স্কুলে সৌদি বিমান হামলায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে কয়েকজনের ৬ বছর বয়সী রয়েছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া, ডক্টরস উইদাউট বর্ডার বা এমএসএফ পরিচালিত হাসপাতালে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার ঘটনাও চিঠিতে তুলে ধরা হয়।
সৌদি আরবে অস্ত্র বিক্রির কোনো সিদ্ধান্ত নেয়ার আগে এ বিষয়ে মার্কিন কংগ্রেসে পূর্ণ শুনানির পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।