প্যাশন ও ফ্যাশনে মানুষ চিরদিনই বিচিত্র। কিন্তু কখনো কখনো তা চরম বিড়ম্বনা ডেকে আনে। তেমন এক বিড়ম্বনায় পড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণ। তার নাম মিকাহ ডেইলি।
গেঞ্জিতে আপত্তিকর ভাষায় লেখা একটি ব্যাকের জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। কী ছিল সেই ব্যাক্তটি, যার জন্য তার হাতে হাতকড়া পড়ল? খুব ভয়ংকর কিছু নয়। ‘সোজা জেলে যাও’- গেঞ্জিতে লেখা এই ব্যাক্যটির জন্য তাকেই সরাসরি জেলে হতে হলো।
গেঞ্জির জন্য তাকে আটক করা হলেও পুলিশ পরে জানিয়েছে, তার কাছে ২০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। আইনের দৃষ্টিতে গাঁজা রাখা অপরাধ। এই অপরাধে তার জেলও হতে পারত। কিন্তু সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন মিকাহ ডেইলি।
তথ্যসূত্র : অরেঞ্জ।