Uncategorized

সেন্টমার্টিনে নিখোঁজ চার ছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগরে নিখোঁজ হওয়া আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড এবং নৌ-বাহিনীর সদস্যরা। বুধবার সকাল ৯ টায় একজনের এবং সকাল ১১টায় বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হচ্ছেন, সাব্বির হাসান স্বাগত (২৩), শাহরিয়ার ইসলাম নোমান (২৪), উদয় মাহমুদ (২৩) ও গোলাম রহিম বাপ্পী (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট মার্টিন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদ আল আহসান জানান, দ্বীপের পশ্চিম পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা।

সোমবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়ার সময় পাঁচ পর্যটককে উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোনফেরুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে দুই ছাত্রকে মৃত ঘোষণা করেন।