সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আংটিহারা এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের চামড়া, মাথা ও মাংস উদ্ধার করেছে।
বুধবার রাত আড়াইটার দিকে পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা থেকে এগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, সংঘবদ্ধ চোরা শিকারীর দল সুন্দরবনে হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করছে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় একটি হরিণের চামড়া, একটি মাথা ও এক কেজি তাজা মাংস উদ্ধার করা হয়। এ সময় চোরা শিকারীর চক্রটি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
আংটিহারা কোস্টগার্ডের চিফ পেটি অফিসার আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।