Uncategorized

সিলেটে আরও ২৯ জনের করোনার সংক্রমণ

সিলেট জেলায় আরও ২৯ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রোববার (০৫ জুলাই) সকাল পর্যন্ত জেলায় ২ হাজার ৭৬৩ জন শনাক্ত হলেন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার (০৪ জুলাই) কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলর ২৬ জন, বালাগঞ্জের দুইজন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন। তাদের মধ্যে তিনজন চিকিৎসক।

গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল প্রথম মৃত্যু হয়। জেলায় মোট মারা গেছে ৬৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৯১ জন।