আলী রিয়াজ
সই নিয়ে হৈ চৈ
কাকে ডাকি, কাকে কই?
বানানেও গোলযোগ?
আসলে তার কী রোগ?
ডেকে আনো ডাক্তার
রোগী কে? রোগ কার?
সুস্থতা দরকার
বলেছে যে সদাশয় সরকার
কার রোগ, কী রোগ এইসবে কাজ কি?
থাক, থাক, এইসব কিছুদিন বাকি
তার চেয়ে – চেয়ে চেয়ে দেখো ঐ
বাক্যের ফোটা খৈ
আরো যদি চাও তবে বোলো সবে
হৈ হৈ রৈ রৈ