এক লাখ রি-টুইট এবং এক লাখ চৌদ্দ হাজার ফেভারিট নিয়ে ভারতের এ যাবৎ সবচেয়ে জনপ্রিয় টুইটের রেকর্ড দখল করেছে সম্প্রতি টুইটারে প্রকাশিত বলিউড কিং শাহরুখের একটি সেলফি।
গত ১৭ এপ্রিল তার টুইটার অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেন কিং খান। সেই সেলফিতে তার সঙ্গে ছিলেন সদ্য জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশন ছেড়ে আসা গায়ক জায়ান মালিক। প্রকাশের পর থেকেই শাহরুখ এবং জায়ান ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে ছবিটি।