Uncategorized

শাবি শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় গাড়ির মালিক অধ্যাপক আরিফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ওই ঘটনায় নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমী রোববার রাতে নগরীর জালালাবাদ থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি আক্তার হোসেন।

যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষক আরিফুল গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কিলোমিটার সড়কে নিজের নতুন গাড়ি চালানো শেখার সময় ওই দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন গিয়াস উদ্দিন (৭০) ও তার ভাতিজা আতাউর রহমান (৫০)।

এর পর থেকেই আরিফুল ইসলাম আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, আরিফকে ঘটনার পর থেকে ক্যাম্পাসে দেখা যায়নি। বাসায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।