জাতিসংঘ বলেছে, মিয়ানমার থেকে প্রতিদিনই রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও ধর্ষণের খবর আসছে। তবে মিয়ানমার সরকার এসব খবরের সত্যতা স্বীকার করছে না। মিয়ানমার সরকার রোহিঙ্গা পরিস্থিতিকে আরো খারাপের দিকে ঠেলে দিচ্ছে বলেও জাতিসংঘ উল্লেখ করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রিন্স জেইদ রা’দ আল-হোসেইন আজ বলেছেন, নোবেল পুরষ্কার জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন সরকার সংকটের বিষয়ে অদূরদর্শী ও বিরূপ ফলাফল সৃষ্টিকারী নির্মম নীতি গ্রহণ করেছে।
সু চির এ ধরনের নীতি এ অঞ্চলে দীর্ঘমেয়াদি অনাকাঙ্ক্ষিত মারাত্মক প্রভাব ফেলবে বলেও আশংকা ব্যক্ত করেন তিনি। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চালানো সর্বশেষ জাতিগত সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী স্বদেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।