রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের সেক্রেটারি মঈনুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
জামায়াত নেতা মঈনুল হোসেন বাদুড়িয়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে।
বুধবার ভোররাতে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, ওই জামায়াত নেতা চারঘাট উপজেলায় ঘটে যাওয়া একাধিক নাশকতার ঘটনায় জড়িত। এ নিয়ে তার নামে বেশকিছু মামলাও রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নাশকতার বেশকিছু মামলার পলাতক আসামী ছিলেন ওই জামায়াত নেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোররাত ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আগের দায়ের করা নাশকতার দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দুপুরের দিকে ওই জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান ওসি।