রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে ডিবি পুলিশ একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ডাকাতের নাম মো. জব্বার আলী মণ্ডল (২৫) ওরফে বোমা জব্বার। সে কালুখালী উপজেলার বিলমন্ডব গ্রামের মৃত সমশের আলি ম-লের ছেলে।
বুধবার দিবাগত রাতে তাকে জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের বশির মেম্বারের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বশির মেম্বারের দোকানের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে বোমা জব্বারকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
জব্বার ডাকাতিসহ একাধিক মামলার তালিকাভুক্ত আসামি বলে দাবি ডিবির।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।