রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়ার একটি বাসা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনপাড়া এলাকার ৩২৫/বি নম্বর বাড়ির দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, বাড়িটির মালিকের দেওয়া তথ্যানুযায়ী- চলতি (সেপ্টেম্বর) মাসের ১ তারিখে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বাসাটি ভাড়া নেন। গত ৩ দিন ধরে বাসাটিতে কেউ আসা-যাওয়া করেনি এবং বাসায় তালা ঝুলছিলো। পরে ওই তালাবদ্ধ বাসার ভেতর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকলে বাড়ির মালিক ও প্রতিবেশীরা পুলিশ খবর দেয়। পরে পুলিশ দুপুর ১২টার পরে বাসার তালা ভেঙে স্ত্রী পরিচয়দানকারী ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ওসি আব্দুল কাইয়ূম জানান, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত নারীর স্বামী পরিচয় দানকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।