Uncategorized

মিরপুরে ইয়াবাসহ ৫ জন আটক

রাজধানীর মিরপুরে এক অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ পাচঁজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, মিরপুর মনিপুরি পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।