২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘দেশের স্বাধীনতা কারও একক অর্জন নয়। মওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। দেশের মাটি ও মানুষের নেতা ভাসানীকে ৪৩ বছরের বিভিন্ন শাসকগোষ্ঠী প্রাপ্য মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। তার নিজ হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগও তার নামটি উচ্চারণ করতে সংকোচ বোধ করে।’
নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে শুক্রবার সকালে মওলানা ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এ সব কথা বলেন ন্যাপ মহাসচিব। ঢাকা মহানগর ন্যাপ অনুষ্ঠানের আয়োজন করে।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আজ যখন জাতির চরম দুর্দিন, গণতন্ত্র যখন শৃঙ্খলে আবদ্ধ তখন মওলানা ভাসানীর মতো সাহসী নেতৃত্ব বড় প্রয়োজন।’
তিনি বলেন, ‘ভাসানী শুধু এ দেশের নয়, সারাবিশ্বের মজলুম মানুষের প্রাণের নেতা ছিলেন। মানুষকে তিনি আলোর পথ দেখিয়েছেন। কীভাবে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয় তা তিনি শিখিয়েছেন। কিন্তু, আমরা আমাদের শেকড়কে ভুলে যেতে বসেছি।’
ন্যাপ নগর সভাপতি মোড়ল আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভূঁইয়া, নগর সাধারণ সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, সহ-সভাপতি শাহ মো. শাহ-আলম, সম্পাদক তোফাজ্জল হোসেন ভানু, মো. বেলাল হোসেন, ছাত্রনেতা এম.এন. শাওন সাদেকী প্রমুখ।