Uncategorized

বিছানায় সিংহ, চিতাবাঘ, নেকড়ে ছাড়া ঘুম আসে না তার!

তার বয়স মাত্র ১০ বছর হলে কি হবে! ভয়ডরের বালাই নেই একফোঁটাও। বিছানায় সিংহ, নেকড়ে ও চিতাবাঘ ছাড়া ঘুম আসে না তার! ঘটনাটি সৌদি আরবের ছোট্ট মেয়ে মাদওয়াই আল অঞ্জির!

নিউজ ওয়েবসাইট এমিরাটসটোয়েন্টিফোরডটকমের খবর অনুযায়ী অঞ্জি জানান, ‘ওদের ছাড়া আমি ঘুমোতেই পারি না। দেড় থেকে ৩ বছরের মধ্যে ওদের সকলের বয়স। ওদের খুব ভালবাসি আমি।’ ওদের সঙ্গে থাকার জন্য নিজের বাবার কাছ থেকে বিশেষ ট্রেনিংও পেয়েছে অঞ্জি। তবে অন্য শিশুদের সাবধান করতে চায় সে।

অঞ্জি বলেন, ‘ওরা আমার পরিবারের সদস্য।’ সৌদি আরবের নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়া প্রথম অঞ্জির খবর প্রকাশ করে।