Uncategorized

ফিনল্যান্ডে করোনাভাই‌রাস সনাক্ত আরো ৫, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২

জামান সরকার, হেলসিংকি থেকে ৫ মার্চ : ফিনল্যান্ডে আরও পাচঁজনের করোনাভাই‌রাস সনাক্ত হ‌য়ে‌ছে এবং এর মধ্যে সদ্য ইতালি ফেরৎ চারজন। কভিন-১৯ আক্রান্তকারীরদের মধ্যে একজন শিশু শিক্ষার্থী ও একজন মহিলা রয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী করোনাভাই‌রাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।

৫ মার্চ বৃহস্পতিবার ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকি কর্তৃপক্ষ এ তথ্য জানা‌ন।

কভিড-১৯ ভাইরাস যেন মহামারী আকার ধারণ করতে না পারে,  সে জন্য এই সমস্ত রোগীদের স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে ক্লিনিকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সমস্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হেলসিংকির হাসপাতাল কর্তৃপক্ষ।