Uncategorized

প্রেসিডেন্ট প্রাসাদের পতাকা নামিয়ে অন্তর্বাস

চিত্রশিল্পীদের প্রতিবাদের ভাষাটা বরাবরই ভিন্নরকম। চেকের তিন চিত্রশিল্পী সে বিষয়টি আবারো প্রমাণ করলেন। প্রেসিডেন্ট মিলস জেমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তার বাসভবনের পতাকা নামিয়ে সেখানে বিশাল অন্তর্বাস উত্তেলান করেছেন তারা। রোববার চেক প্রজাতন্ত্রের সংবাদমাধ্যম প্রাগ পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জতোহোভেন শিল্পী সংঘের তিন সদস্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের চোখ এড়িয়ে প্রেসিডেন্ট প্রাসাদের ছাদে উঠে যান। এসময় তারা সেখানে উত্তোলিত প্রেসিডেন্টের নিজস্ব পতাকাটি নামিয়ে ফেলে। পরে সেখানে বিশালকারের লাল একটি অন্তর্বাস উত্তোলন করেন তারা।

জতোহোভেন এ ঘটনার পর তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘ আজ আমরা প্রাসাদের ছাদে এমন একজন মানুষের জন্য ব্যানার টানিয়েছি, যার কোন কিছুতেই লজ্জা নেই।’

বিবৃতিতে চীন ও রাশিয়ার সঙ্গে মিলস জেমানের ঘনিষ্ঠ সম্পর্র সমালোচনা করে একটি ছড়াও সংযুক্ত করা হয়েছে।

এদিকে নিরাপত্তা বাহিনীর নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওই অন্তর্বাসটি নামিয়ে ফেলা হয়েছে এবং তিন চিত্রশিল্পীকে আটক করা হয়েছে।

পুলিশের মুখপাত্র আন্দ্রে জুলোভা বলেছেন, সন্দেহজনক অসদাচারণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছিল। তবে এ ব্যাপারে তদন্ত চলায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।