ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তবে পরমাণু অধিকার উপক্ষো করে সঙ্গে চুক্তি করা হবে না। পরমাণু অধিকারকে তিনি তার দেশের জন্য রেডলাইন বলেও উল্লেখ করেন।
গতকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় সংসদে দেয়া বক্তৃতায় বলেন, ইরান সরকার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো যৌক্তিক অবস্থান এবং সংলাপের মাধ্যমে সমাধান করতে চায়। এর মধ্যে প্রধান কাজ হচ্ছে পরমাণু ইস্যুর সমাধান করা এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশিত নীতিমালা অনুসরণ করা হবে। পরমাণু সমস্যার সমাধানে আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন। এ পর্যন্ত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে কি কি আলোচনা হয়েছে তার বিস্তারিত সর্বোচ্চ নেতাকে জানানো হবে বলেও উল্লেখ করেন জাওয়াদ জারিফ।
গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু ইস্যুতে সর্বশেষ বৈঠক করেছে। ওই বৈঠকে চূড়ান্ত চুক্তির বিষয়ে খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে খবর বের হয়েছিল।