নেত্রকোনার কেন্দুয়ায় শুক্কুর আলী (১২) নামে এক শিশুকে হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে দেড়টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শামীম খান, মো. সোহাগ ও শরিফুজ্জামান ওরফে হুমায়ুন। তারা একই উপজেলার বাসিন্দা। এদের মধ্যে শরিফুজ্জামান ওরফে হুমায়ুন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুন উপজেলার তিটুয়া নওপাড়া গ্রামের শিশু মো. শক্কুর আলী মায়ের জন্য বাজারে ওষুধ আনতে গেলে তাকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে দণ্ডপ্রাপ্তরা শিশু শুক্কুর আলীকে হত্যা করে।