একসঙ্গে সরকারি অনুদানে নির্মিত একটি ছবিতে অভিনয় করছেন ফেরদৌস ও সুচরিতা। শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে ছবিটির নাম ‘নেকড়ে অরণ্য’। ছবিটি পরিচালনা করছেন মারুফ হাসান আরমান। ২ নভেম্বর থেকে নরসিংদীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।
মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদারদের বন্দিশিবিরে নির্যাতিত নারীদের দুঃখগাথা নিয়েই ছবিটির মূল গল্প তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে পাক হানাদারদের হাতে নির্যাতিত বীরাঙ্গনাদের নিয়ে এই প্রথম বড় পরিসরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হচ্ছে। এ ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।
অন্যদিকে একজন মুক্তিযোদ্ধার মা ও বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করছেন সুচরিতা। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুমনা, নবাগতা মৌমিতা প্রমুখ।