কুমিল্লায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক সাব-রেজিস্টার মো. আবু তালেম ভূইয়াসহ ৫ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা জেলার সহ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শরীয়তপুর পৌর এলাকায় ৩.৭১ একর জমির ভূয়া দলিল সম্পাদন করে সরকারের ২৭ লক্ষ ৬২ হাজার ৭২০ টাকার রাজস্ব ক্ষতি সাধন করার অভিযোগে সাবেক সাব-রেজিস্টার মো. আবু তালেম ভূইয়াকে গ্রেফতার করে দুদক।