তুরস্কের কর্তৃপক্ষ দেশটির প্রেসিডেন্ট গার্ড বাহিনীর ২৮৩ সদস্যকে গ্রেফতার করেছে। গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থাপন প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গার্ড বাহিনীর এ সব সদস্যকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র বলেছে, সন্দেহভাজন গ্রেফতারকৃতরা রাজধানী আঙ্কারার তুর্কি প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন গার্ড বাহিনীর সদস্য।
পুলিশি তদন্তের পর আটক ব্যক্তিদের আঙ্কারার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, তুর্কি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, সরকার ১০ হাজার ৮৫৬ পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ সব পাসপোর্টধারী ব্যক্তি হয় আটক আর না হয় পলাতক রয়েছে বলে জানানো হয়েছে।