রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ২০১৪ সালের ‘কুইন অব ট্যাবলয়েড’ নির্বাচিত হয়েছেন।
ব্রিটিশ একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সি এ তারকা গত বছর জুড়েই ছিলেন পত্রিকার শিরোনামে। ২০১৪ সালে সর্বমোট ৩৪ টি ট্যাবলয়েড পত্রিকার প্রচ্ছদে ছিলেন তিনি। পাশাপাশি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনেও শীর্ষে ছিলেন কিম।
জরিপের এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রিটিশ ডাচেচ অব ক্যাব্রিজ এবং জেনিফার অ্যানিস্টন। তারা দুজনই ২৩ টি ট্যাবলয়েড পত্রিকার প্রচ্ছদে বছর জুড়ে স্থান পেয়েছেন।
সবচেয়ে মজার ব্যাপার কার্দাশিয়ান পরিবার অর্থাৎ কিম, কর্টনি কার্দাশিয়ান, কহলি কার্দাশিয়ান, ক্রিস জেনার, কেনডাল জেনার, কাইলি জেনার সবাই মিলে বছর জুড়ে ৫৪ টি ট্যাবলয়েডের প্রচ্ছদে স্থান পেয়েছেন।