চট্টগ্রামে গভীর সাগরে একটি ট্রলারে অভিযান চালিয়ে মালিকসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এ সময় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার ভোররাতে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে ব্যাটেলিয়ান (র্যাব)।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, বিকেল ৩ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে সড়কপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়ায় সম্প্রতি পাচারকারী চক্রটি সমুদ্রপথকেই বেছে নিয়েছে নিরাপদ রুট হিসেবে।