Uncategorized

গোপালগঞ্জে আরও ৪২ করোনা রোগী শনাক্ত

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে তিন চিকিৎসকসহ ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৪৮ জনে।

সোমবার (২০ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ সব তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, কাশিয়ানীতে ১৩ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কোটালীপাড়ায় ৪ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৬৮৪ জনের নমুন সংগ্রহ করা হয়। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকিদের মধ্যে ৮৩৫ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্সসহ ৯৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ১ হাজার ২৪৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪০১ জন, মুকসুদপুরে ২৩০ জন, কাশিয়ানীতে ২২৬ জন, টুঙ্গিপাড়ায় ২০২ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৮৯ রয়েছেন।