মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, গত রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির নেতৃত্বে পুলিশের ২০ থেকে ২৫ জনের একটি দল ইংরেজি দৈনিক নিউএজ কার্যালয়ে তল্লাশির চেষ্টা চালায়। এ সময় পত্রিকার সাংবাদিকরা তল্লাশি আদেশ দেখতে চাইলে তারা তা দেখাতে পারেনি। ওই সময় পুলিশ সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন এবং তাদের ভিডিও চিত্র ধারণ করেন। পুলিশের এ ধরনের অপতৎপরতা ও আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য সরাসরি হুমকি। এ ঘটনায় জাতীয় প্রেসক্লাব উদ্বিগ্ন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে প্রেসক্লাব নেতারা আরও বলেন, এ অপচেষ্টা সাংবাদিকতার জন্য অপমান ও লজ্জার। ভবিষ্যতে এ ধরণের ঘটনা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
বিবৃতিতে গণমাধ্যম ও সাংবাদিকরা যাতে সুষ্ঠু, স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানানো হয়।