সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তি উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে কারাফটকে এসে উপস্থিত হয়।
আদালত থেকে জামিননামা কারাগারে পৌঁছানোর পর সেখান থেকে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা দেরি হওয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা কারাগারের বাইরের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় কারারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বচসার এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের মুল গেটের দিকে অগ্রসর হয়।
এ সময় কারাগারের অভ্যন্তরে ‘”পাগলাঘণ্টি” বাজানো হয়। কারারক্ষীরা ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিহত করতে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অর্ধ-শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ঘটনায় পুলিশ, ৫ জন সাংবাদিকসহ আহত হন ২০ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সিলেটের ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলাম বলেন, নিপুর সমর্থকদের হামলায় সাংবাদিক সহ অনেকেই আহত হয়েছেন। এ কারাগারে জেএমবির জঙ্গি সহ অনেকেই আছে, কারারক্ষীরা কারাগারের নিরাপত্তায় নিয়োজিত আছে।