Uncategorized

ওয়াসিম আকরামের পরিবারও সেল্ফ-কোয়ারেন্টিনে

পাকিস্তানের অন্যান্য নাগরিকের মতো দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের পরিবারও লকডাউন। মারণঘাতী করোনাভাইরোসের বিস্তার রোধে অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা। ১৫ দিনের সেল্ফ-কোয়ারেন্টিনে আছেন তারা।

এরই মধ্যে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন ওয়াসিম। আর সবার মতো বেশ ক’দিন আগে থেকেই জনসমাগম এড়িয়ে চলছেন তিনি। সারাক্ষণ গৃহবন্দি থাকছেন সুইং অব সুলতান। স্বেচ্ছা-অন্তরণে থাকার সময়টা বেশ উপভোগও করছেন সাবেক পাক বাঁহাতি গতিতারকা।

স্ত্রী-মেয়ের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন ওয়াসিম। ইতিমধ্যে তার স্ত্রী শানেইরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। দ্রুত সেটি ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, ওয়াসিমের সঙ্গে আনন্দে সময় অতিবাহিত করছে মেয়ে আইলা। বাবার সঙ্গে হেয়ারস্টাইলিস্টের খেলা খেলছে সে।

স্বভাবতই ভিডিওতে ওয়াসিম ও তার মেয়ের কাটানো অসাধারণ মুহূর্ত সবাইকে বিমোহিত করেছে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে এরকম দৃশ্য দেখে অনেকে মন খুলে হেসেছেন।

তথ্যসূত্র: দ্য ডন।