ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে।
পুলিশের তথ্য অনুসারে, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী বাকুবার কাছে হুওয়াইদার এলাকার একটি মার্কেটে প্রথম বিস্ফোরণ ঘটেছে। এতে ৫১ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়। দিয়ালার পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন মুহাম্মাদ আত-তামিমি জানান, হামলকারী একটি বিয়ের গাড়িবহরের সঙ্গে পুলিশ চেকপয়েন্ট পেরিয়ে যেতে সক্ষম হয় এবং জনাকীর্ণ মার্কেটে গিয়ে বিস্ফোরক বোঝাই গাড়িটিতে বিস্ফোরণ ঘটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের সরকারি কর্মকর্তারা জানান, প্রদেশের কানান আবাসিক এলাকায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন নিহত ও ২৫ জন আহত হয়। ইরাকের সর্বশেষ এ দুটি হামলার অন্তত একটির দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। এর আগে গত ১৭ জুলাই দিয়ালা প্রদেশে আরেক হামলায় নারী-শিশুসহ ১১৫ জন নিহত হয়েছিল। সে হামলার দায়ও স্বীকার করেছিল আইএসআইএল।