বিতুল পারভেজ চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার মৃত জিতুর ছেলে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে আওয়ামী লীগ কর্মী বিতুল পারভেজ ও মিরা দর্শনা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দামুহুদার দর্শনা বাস স্ট্যান্ড ‘মা ও শিশু’ হাসপাতালের কাছে পৌঁছায়। এসময় একই দিক থেকে আসা ২ মোটরসাইকেলআরোহী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে মারা গিয়েছে ভেবে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। রাতেই বিতুল পারভেজ বাদী হয়ে মানিকসহ ৬ জনের নাম উল্লেখ্য করে দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
বিতুল পারভেজ জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মানিক তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সাজানো নাটক কিনা খতিয়ে দেখা হচ্ছে।