আশুলিয়ার পটুরিয়া এলাকার ফুজি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে ফুজি গার্মেন্টসে আগুন লাগে। দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিস অফিসে। খবর পেয়ে আশুলিয়া ও ধামরাইয়ের ৫টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সঙ্গে সাভারের দুটি ইউনিটও সেখানে কাজ শুরু করেছে।