দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করা উভয় দল আজ একই সমীকরণে দাঁড়িয়ে। আজকের ম্যাচে জয় পেলেই সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও গাজী টিভি।
নিজেদের প্রথম ম্যাচে বেনজেমার জোড়া গোলে ফ্রান্স হন্ডুরাসকে ৩-০ গোলে পরাজিত করে। আর ইকুয়েডরের সঙ্গে ১-০ গোলে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।
বিশ্বকাপের আসরে ১৩ বার অংশ নিয়েছে ফরাসিরা। ফ্রান্সের সেরা সাফল্য ১৯৯৮ সালের বিশ্বকাপ শিরোপা জেতা এবং ২০০৬ সালের রানার্সআপ হওয়া।
অপরদিকে সুইজারল্যান্ড দশমবারের মতো বিশ্বকাপে খেলছে। বিশ্বমঞ্চে সুইসদের সেরা সাফল্য তিনবার কোয়ার্টার ফাইনালে খেলা।
এখন পর্যন্ত দুই দল সব ধরনের প্রতিযোগিতা মিলে মুখোমুখি হয়েছে ৩৬ বার। ফ্রান্স জয় পেয়েছে ১৫ বার, সুইজারল্যান্ড ১২ টি খেলায়। ড্র হয়েছে নয়টি ম্যাচ।
তবে দুই দলের সর্বশেষ তিন সাক্ষাতে জিততে পারেনি কেউই। দুটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে, একটি ম্যাচের ফল ছিল ১-১। ওয়েবসাইট